আরে! কী ব্যাপার! হৃদয় প্রহরী? ডাকাত পড়েছে, জনাব। ডাকাত সর্দারনী! নিরস্ত্র? না, জনাব। তবে? রূপে, স্নিগ্ধতায় লা-জবাব। (হৃদয়ে ডাকাতনীর প্রবেশ) সর্দারনী, কী চাও তুমি? কাঙাল আমি আর আমার হৃদয় যেন ধূসর মরুভূমি। কেবল ভালোবাসা আছে, শেষ সম্বল আমারি। এও কী হে রমনী? তুমি নেবে তবে কাড়ি?