আমি ততটা উচ্চবিত্ত নই

আমি ততটা উচ্চবিত্ত নই।
তবে, ভালোবাসতে কখনো কার্পণ্য করি না।
আমি ততটা শিক্ষিত নই।
যতটা শিক্ষিত হলে, গুছিয়ে প্রেম নিবেদন করা যায়।
আমি ততটা উচ্চবিত্ত নই।
তবে, ভালোবাসতে কখনো কার্পণ্য করি না।
আমি ততটা শিক্ষিত নই।
যতটা শিক্ষিত হলে, গুছিয়ে প্রেম নিবেদন করা যায়।
আমি ততটা খারাপ নই।
যতটা খারাপ হলে, কারোর হৃদয়ে দখলদারিত্ব করা যায়।
আমি ততটা মিথ্যেবাদী নই।
যতটা মিথ্যেবাদী হলে, তোমার অতিরঞ্জিত প্রশংসা করা যায়।
আমি ততটা সাহসী নই।
যতটা সাহসী হলে, সহসা বলে ফেলব তোমায় ভালোবাসি।
আমি ততটা সুন্দর নই।
যতটা সুন্দর হলে, সুন্দরের অবহেলা সইতে হয় না।
তবে, আমি ঠিক ততটাই দুর্বল।
যতটা দুর্বল হলে, তোমার সৌন্দর্য্য এড়ানো যায় না।