এক ক্লান্তিহীন বিপ্লবের পরে

এক ক্লান্তিহীন বিপ্লবের পরে
হেটে চলেছি স্বাধীন রাস্তায়।
এক পরাধীন হৃদয়, বক্ষে বয়ে নিয়ে।
স্বাধীন হওয়ার তীব্র আকাঙ্ক্ষায়
আমার হৃদপ্রাচীরে
লিটার খানেক লোহিত তরল
আন্দোলনরত প্রতিক্ষণে।
তবুও আমি সে স্বৈরাচারকেই
হৃদয়ের দখলদারিত্বে চাই!
কিন্তু অবৈধ দখলের দরকার কী?
চাইলেই তো দিয়ে দিতে পারি,
হৃদয়ের অধিকারের দলিল।